উত্তর দিনাজপুর,১৬ জানুয়ারী: ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের প্রাইমারি ট্রেনিং বিদ্যালয় মাঠে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। মূলত তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে কর্মীদের মধ্যে আলোচনার পর কর্মীদেরকে তৃণমূল সরকারের প্রকল্পগুলি নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার চালানোর পরামর্শ দেওয়া হয় এদিন।
কর্মীদের উজ্জীবিত করতে জাকির হোসেন বলেন, “২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলই জয়ী হবে। আমাদের ইসলামপুর ব্লকের তৃণমূলের সংগঠন বেশ মজবুত রয়েছে।আজ রামগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতে এসেও তা লক্ষ্য করতে পারছি। আজকে কর্মীসভা ছিল কিন্তু মানুষের উপস্থিতি দেখে বোঝা গেল এটি কর্মীসভা নয় জনসভার পরিণত হয়েছে।” এদিন বিজেপির ২০০ সিট নিয়ে ক্ষমতা দখল করার চ্যালেঞ্জের বিরুদ্ধে তিনি বলেন,” বিজেপির চ্যালেঞ্জকে আমরা পাত্তা দেইনা।বিজেপি বাজার গরম করার জন্য এসব বলছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য ক্ষমতায় নিয়ে আসবে। বিজেপি কোথাও ধর্মের নামে, রাম মন্দিরের নামে চাঁদা তুলে বেরাচ্ছে। এসব করে কখনো ক্ষমতায় আসতে পারবে না।”