জলপাইগুড়ি , ২০ জুন : নয় জন মহিলা সহ মোট ৩২ জন হজ যাত্রীকে সংবর্ধনা দিল জলপাইগুড়ি জেলা পুলিশ ।
আগামী ২৭ শে জুন জলপাইগুড়ি জেলা থেকে হজযাত্রীরা এবার মক্কার উদ্দেশ্যে রওনা হবেন ।
সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে এই সমস্ত হজ যাত্রী ছাড়াও জেলার ৩২ জন ইমামকে হজ যাত্রার শুভেচ্ছা সহ সংবর্ধনা জানান হয় । জেলা পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজ যাত্রী সহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা।
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত চৌধুরী , প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্মীমোহন রায় , পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় প্রমুখ এই অনুষ্ঠানে অংশ নেন ।
মালবাজার মহকুমার রাজাডাঙ্গার বসিন্ধা হজ যাত্রী সিরাজুল হক জানান , ২৭ জুন রওনা হয়ে কলকাতা হজ হাউজে পৌঁছবেন তারা । এরপর হজ করে ৪২ দিন পর জলপাইগুড়ি ফিরে আসবে এই দলটি । যার মধ্যে নয় জন মহিলা হজ যাত্রী ও রয়েছেন ।
অপরদিকে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত চৌধুরী বলেন , ইসলাম ধর্মের পাঁচটি প্রধান আচারের মধ্যে অন্যতম হল পবিত্র হজ যাত্রা।