- প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান
- তল্লাশি চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা
শিলিগুড়িঃ- প্লাস্টিক মুক্ত-শহর গড়তে শিলিগুড়ির পুর নিগমের তরফে বিধান মার্কেট এলাকায় প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হয়।পুরনিগমের মেয়র পারিষদ মুকুল সেনগুপ্তের নেতৃত্বে বিধান মার্কেটে এই অভিযান চলে।পৌর প্রতিনিধিদের নিয়ে বিধান মার্কেটের প্রতিটি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করেন।
মেয়র পারিষদ মুকুল সেনগুপ্ত জানান বহুবার নিষেধ করা সত্বেও কিছু ব্যাবসায়ী প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করে চলছিল।আজ অভিযান চালিয়ে ৯৭ কেজি প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করা হয়।এরপরও যদি তারা প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যাবহার করে তবে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।