জলপাইগুড়ি , ১৮ মে : বিভিন্ন রকম সমস্যা ও বাধা এলে চা-বাগানের মহিলারা কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন এই নিয়ে সচেতনতা শিবির করা হল
জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানে ।
ডব্লিউএসএএফ নামে একটি সংস্থার সদস্যরা বাগানের মহিলাদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিল। উপস্থিত ছিলেন ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবনচন্দ্র পান্ডে সহ অন্যান্যরা।
ডব্লিউএসএএফ সংস্থার কর্মকর্তা নির্মাল্য রায় বলেন , চা-বাগানের মহিলাদের সুরক্ষিত রাখার বিষয় নিয়েই মূলত কাজ করেন তারা । ইতিমধ্যেই অসমের বেশ কয়েকটি চা-বাগানে কাজ করেছেন তারা। এবার উত্তরবঙ্গের চা-বাগানগুলোতে শিবির করে মহিলাদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের মহিলাদের নিয়ে কাজ শুরু করেছেন তারা। বিভিন্ন সমস্যা ও বাধা এলে বাগানের মহিলারা কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন সেই কৌশল শেখাচ্ছেন ডব্লিউএসএএফ সংস্থার সদস্যরা।