কোচবিহার , ২২ ফেব্রুয়ারী : ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পাওয়া গেল টমটম গাড়ি । সেই গাড়ি চেপে নিবেদিতা কে জীবনসঙ্গী করতে রওনা দিলেন দীপেন।
সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে জোগাড় হল টমটম গাড়ি । এবার তাতে চেপে বিয়ে করতে যাবে মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকার বাসিন্দা পেশায় কলেজ শিক্ষক দীপেন রায়।
দীপেনের ইচ্ছে ছিল বিয়েতে অভিনব কিছু করবে। ভেবে রেখেছিল পালকি চেপে বিয়ে করতে যাবে। কিন্তু পালকি করে বিয়ে বা বধূ বরন ইতিমধ্যে তাদের এলাকায় হয়ে গেছে। তাই এবার সে সিদ্ধান্ত নেয় ঘোড়ার গাড়ি চেপে বিয়ে করতে যাবে।
কিন্তু অনেক খুঁজেও পাওয়া যাচ্ছিল না টমটম গাড়ি । পিছিয়ে দেওয়া হয়েছিল বিয়ের দিন । এরপর ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পাওয়া গেল টমটম গাড়ির হদিস । অবশেষে ২৫০০০/- দিয়ে কোচবিহার শহর থেকে ভাড়া করে আনা হল টমটম গাড়ি। শেষমেশ টমটম চেপে নিবেদিতাকে জীবনসঙ্গী করতে রওনা দিলেন দীপেন ।
অন্যদিকে মামির জন্য বাকে করে মাছ , দই বয়ে নিয়ে গেল ভাগ্নে । কথিত আছে ভগবান শিবের ভাগ্নে নাকি নারদ মুনি। আরও কথিত আছে শিব যখন পার্বতীকে বিয়ে করতে যাচ্ছিলেন তখন ভাগ্নে নারদ সেই বিয়েতে বাকে করে বয়ে নিয়ে গিয়েছিল বিভিন্ন সামগ্রী। সেই ধারা আজও অটুট রয়েছে রাজবংশী সমাজে।