উত্তর দিনাজপুর, ৭ফেব্রুয়ারী: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের নাম তৃণমূল প্রার্থীর তালিকায় নাম না থাকায়, নিজের মেয়েকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ালেন বাবা সত্যেন দাস।
সোমবার দুপুরে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে সাত নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন শ্রেয়সী দাস। জয়ী হবার জন্য তিনি আশাবাদী বলে জানিয়েছেন।
নির্দল প্রার্থী শ্রেয়সী দাস জানান, তার বাবা সত্যেন দাস দীর্ঘদিন ওই একই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু তৃণমূল দল তার বাবাকে বা তার পরিবারের কাউকেই দলের টিকেট দেননি। তাই তারা ওয়ার্ডের বাসিন্দাদের সমর্থনে নির্দল হিসাবে দাঁড়িয়েছেন এবং আজ মনোনয়নপত্র জমা দেন।