উত্তর দিনাজপুর, ৭ ফেব্রুয়ারী: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শম্পা কুন্ডু দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন। সোমবার কালিয়াগঞ্জ পুরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শম্পা কুন্ডু তার দলীয় কর্মীদেরকে নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে তার প্রচার শুরু করেন।
এদিন তিনি জানান, পুর নির্বাচনে তিনি জয়ী হবার জন্য ১১০শতাংশ আশাবাদী এবং ওয়ার্ডের বাসিন্দারা তাকে জয়ী করবেন। আজ তিনি তৃণমূল দলের ঘাসফুল চিহ্নে রং তুলি রং করে নিজের প্রচার শুরু করেন। সেই সঙ্গে জয়ী হবার আশা প্রকাশ করেন।