আলিপুরদুয়ার , ১৯ এপ্রিল : ডুয়ার্সের মধ্যে অন্যতম বৃহত্তম শামুকতলা হাট এ স্যানিটাইজ করল রায়ডাক চা বাগান কর্তৃপক্ষ। এদিন রায়ডাক চা বাগানের বিভিন্ন দপ্তরের কর্মীদের উপস্থিতিতে শামুকতলা হাট স্যনিটাইজ করে বাগানের কর্মচারীরা । আটটি স্প্রে মেশিন দিয়ে এই স্যানিটাইজের কাজ করা হয় বলে বাগান কর্তৃপক্ষ জানিয়েছে । এই কাজে কম করে ৬০ হাজার টাকা খরচ করা হয়েছে । এদিন পুরো শামুকতলা হাট স্যানিটাইজ করা হয় । শামুকতলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাদের সাধুবাদ জানিয়েছেন।