আলিপুরদুয়ার, ২৬ জানুয়ারী: আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় পালিত হল ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। এদিন সকালে আলিপুরদুয়ার প্যারেড গ্ৰাউণ্ড ময়দানে পতাকা উত্তোলন করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। কুচকাওয়াজের মাধ্যমে সন্মান জানানো হয় জেলাশাসককে। গান স্যালুট ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে ৭৩ তম সাধারণতন্ত্র দিবস পালিত হয় আলিপুরদুয়ার প্যারেড গ্ৰাউণ্ড ময়দানে।
ওপরদিকে, কালচিনি ব্লক কার্যালয়েও সাধারণতন্ত্র দিবস পালিত হয়। এদিন পতাকা উত্তোলন করেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ।