শিলিগুড়ি, ১০ জানুয়ারী: প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলল রেগুলেটেড মার্কেট। রাজ্যে যেখানে সংক্রমণ রোধে চলছে বিধিনিষেধ। শিলিগুড়ি পুর নিগমের প্রশাসনের পক্ষ থেকে শহরের বাজরগুলোতে সপ্তাহে ১দিন বন্ধ রেখে চলছে জীবাণুমুক্তকরণ এর কাজ। পাশাপাশি পুর প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করে তুলতে করা হচ্ছে লাগাতার মাইকিং। ঠিক সেখানেই ভিন্ন চিত্র উত্তরবঙ্গের বৃহত্তম পাইকারি বাজার রেগুলেটেড মার্কেটে। মার্কেটের মধ্যে ক্রেতা-বিক্রেতা ও সহযোগীরা অধিকাংশই রয়েছেন মাস্কবিহীন অবস্থায়। কার্যত প্রশাসনের সচেতনতার বার্তাকে উপেক্ষা করার চিত্র লক্ষ করা যায় আজ। উল্লেখ্য মার্কেট চত্বরে রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা। তা সত্বেও কি করে উত্তরবঙ্গের তথা উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ বাজারে এই চিত্র ফুটে উঠে তাই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
অন্যদিকে, সচেতন মানুষও লক্ষ করা যায় এই বাজারে। অসচেতন মানুষকে সচেতন করতে চেষ্টা চালাচ্ছেন কিছু ব্যবসায়ী।