কোচবিহার, ২৮ ডিসেম্বর: ভারতবর্ষের কিছু তীর্থক্ষেত্র ভ্রমণের জন্যে ইন্ডিয়ান রেলওয়ের ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম লিমিটেড এর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এই তীর্থ যাত্রায় প্রত্যেক তীর্থযাত্রীদের রেলের মাধ্যমে ঘোরান হবে। যাত্রাটি হবে আট রাত্রি নয় দিনের। এই তীর্থযাত্রাটির নাম দেওয়া হয়েছে “রাম পথ দর্শন”। বিশেষ “ভারত দর্শন পর্যটক” ট্রেনের মাধ্যমে দর্শনার্থীদের বিভিন্ন তীর্থস্থান দেখান হবে। ট্রেনটি ৭ই ফেব্রয়ারি নিউ কোচবিহার স্টেশন থেকে ছাড়বে। তারপর ময়নাগুড়ি রোড, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি হয়ে কাটিহার দিয়ে প্রথমে বারাণসী, অযোধ্যা, হরিদ্বার সহ ঋষিকেশ, বৃন্দাবন, প্রয়াগরাজ হয়ে আবার নিউ কোচবিহারে ফিরবে।
সংস্থার গুয়াহাটি রিজিওনাল অফিসের সদস্য বিশ্বজিৎ দাস জানিয়েছেন, এই তীর্থযাত্রার জন্যে আইআরসিটিসি-র ওয়েব সাইট থেকে টিকিট পাওয়া যাবে। প্রত্যেক দর্শনার্থীদের এই পুরো তীর্থ যাত্রার জন্যে ৮৫০৫ টাকা দিতে হবে। এই টাকাতেই সমস্ত খরচ সহ যাত্রীদের ঘোরান হবে। তিন বেলা খাবার সহ ভাড়া গাড়ী এবং ধর্মশালার ব্যাবস্থাও করা হবে। করোনার মধ্যে এই তীর্থযাত্রার আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে বিশ্বজিৎ বাবু জানান, ট্রেনের মধ্যে সব রকমের ব্যাবস্থা থাকবে। আলাদা বেডের ব্যাবস্থা থাকবে,যাতে কেউ অসুস্থ হলে তাকে সবার থেকে দূরে রাখা যায়। তিনি আরও জানান যে,প্রত্যেক যাত্রীকে স্যানিটাইজার, ম্যাক্স দেওয়া হবে। যাতে প্রত্যেক যাত্রী নিরাপদে তাদের যাত্রা সম্পূর্ন করতে পারে।