কালচিনি , ১৬ মে : কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায় বুদ্ধপূর্ণিমা উপলক্ষে নরবু ছোইলিঙ গুম্ফা কমিটির পক্ষ থেকে শোভাযাত্রা বের হয় । এদিন গুম্ফা থেকে শোভাযাত্রা শুরু হয় । শোভাযাত্রাটি দলসিংপাড়ার বিভিন্ন এলাকা পরিক্রমা করে । দলসিংপাড়া ডিগবীর লাইন এলাকায় গিয়ে শেষ হয় । এদিনের শোভাযাত্রায় দলসিংপাড়া এলাকার প্রচুর বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেছিলেন।