আলিপুরদুয়ার, ১৫ এপ্রিল : একদিকে লকডাউন অন্যদিকে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি। সব মিলিয়ে নাকাল জেলাবাসী। গত কয়েক সপ্তাহ ধরে ঘর বন্দি হয়ে রয়েছে জেলার মানুষ। করোনা মোকাবিলায় চলছে লকডাউন। এর মধ্যে যেন গোদের উপর বিষফোঁড়া। বুধবার সকাল থেকে শুরু হয় ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি। সমস্যায় জেলাবাসী।
টানা কয়েকদিন গরম আবহাওয়ার পর বুধবার সকাল থেকে স্বস্তির বৃষ্টি। কিন্তু জেলাবাসীর এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা চাইছেন যেভাবেই হোক করোনা মুক্ত হোক পৃথিবী।