কোচবিহার, ২৯ জানুয়ারী: উল্লার খাওয়া ঘাটের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে সেতু তৈরীর কাজ শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। তবে প্রায় তিন বছর কেটে গেলেও এখনও সেতুর কাজ শেষ হয়নি। শনিবার দুপুরে উল্লার খাওয়া ঘাট সেতু পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা নাটাবাড়ি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তার সাথে সেতুর পরিদর্শনে যান অন্দরানফুলবারি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীন্দ্রনাথ বর্মন ও তুফানগঞ্জ পুরসভার পুর প্রশাসক ইন্দ্রজিৎ ধর।
প্রসঙ্গত গত দুদিন আগে উল্লার খাওয়া ঘাট ব্রিজ চাই সংগ্রাম কমিটির তরফে দ্রুত সেতু তৈরীর দাবিতে একটি সভা হয় ওই এলাকায়। এরপর আজ সেতু পরিদর্শনে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। দ্রুত সেতু তৈরীর আশ্বাস দেন তিনি।