শিলিগুড়ি , ৯ মে : আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী । প্রতিবছর শিলিগুড়ি পুরনিগমের তরফে শিলিগুড়ি বাঘাযতীন ময়দানে অবস্থিত কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাকজমোকের সাথে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করা হয়ে থাকে। তবে বিগত দু’বছর রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন হলেও সংক্রমণের জেরে ভাটা পড়েছিল জন্মজয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠানে।
তবে দু’বছর পর এবার আবারও সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও জাঁকজমকের সঙ্গে পালিত হচ্ছে কবিগুরু জয়ন্তী । সোমবার শহরের বাঘাযতীন ময়দানে অবস্থিত কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার , চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী , পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্য আধিকারিকরা।
পাশাপাশি এদিন কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন ও তার প্রতিকৃতিতে মাল্যদান করতে বাঘাযতীন ময়দানে আসেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ , মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন , ডাবগ্রাম-ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জী । শিলিগুড়ির মেয়র গৌতম দেব রাজ্যের বাইরে থাকায় এদিনের অনুষ্ঠানে দেখা যায়নি তাকে ।