আলিপুরদুয়ার, ১২ নভেম্বর: স্কুল খোলার প্রস্তুতি শুরু হয়ে গেলেই ফান্ড এসে না পৌঁছনোর সমস্যায় হ্যামিল্টনগঞ্জ হাই স্কুল কর্তৃপক্ষ। আগামী ১৬ই নভেম্বর খুলতে চলেছে রাজ্যের সকল স্কুল। তাই বর্তমানে স্কুলে কাজ চলছে জোড়কদমে। তবে কাজ চললেও স্কুলে ফান্ড এসে পৌঁছায়নি। এমনই জানালেন হ্যামিল্টনগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক। ফান্ড পেলে স্কুল মেরামতের কাজ করতে সুবিধা হবে বলে জানান তিনি।
প্রধান শিক্ষক আরও জানান, ইতিমধ্যেই শ্রেণীকক্ষগুলি পঠনপাঠনের উপযুক্ত করে তোলা হয়েছে, কিন্তু স্কুলের কম্পিউটার ক্লাস ও ল্যাবটারি ক্লাস ১৬ই নভেম্বর থেকে খোলা সম্ভব নয়। কারন দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনেক কম্পিউটার খারাপ হয়ে গিয়েছে এবং ল্যাবটারিরও কিছু জিনিস নষ্ট হয়ে গিয়েছে। এগুলি দ্রুত মেরামত করা হবে কিন্তু মেরামত করতে সময় প্রয়োজন।