শিলিগুড়ি, ২৪ ডিসেম্বর: শিলিগুড়ি শহরকে জঞ্জালমুক্ত করতে ১০টি ট্রেলারের উদ্বোধন করা হল আজ। আবর্জনা মুক্ত শহর গড়তে তৎপর শিলিগুড়ির বর্তমান পুর প্রশাসক মন্ডলী। ইতিমধ্য জঞ্জালমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। তবে পরিষেবা আরও সুষ্ঠ করতে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে ১০টি ট্রেলার বের করা হয় আজ। তবে আপাতত ৪টি ট্রেলার কাজে নিযুক্ত থাকবে। পরিবর্তীতে আগামী দুই সপ্তাহের মধ্যে আরোও ৬টি ট্রেলার জঞ্জালমুক্ত করার কাজে নিযুক্ত করা হবে বলে জানা গেছে। শুক্রবার বাঘাযতীন পার্কে সবুজ পতাকা উড়িয়ে এই ট্রেলারের উদ্বোধন করেন শিলিগুড়ি পুর-নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, অলোক চক্রবর্তী সহ অন্যান্যরা।
এদিন গৌতম দেব জানান, ১০টি ট্রেলরের মধ্য ৫ টি ট্রেলর বোরো অফিসগুলিতে দেওয়া হবে, বাকি ৫টি পুরসভা নিজে ব্যাবহার করবে।