শিলিগুড়ি, ১ মে : শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে এক ব্যক্তির চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যেতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও হয় এক দুষ্কৃতী এই ঘটনাটি ঘটেছে রবিবার।বাকি দুষ্কৃতীদের খোঁজে শুরু হয় তল্লাশি।ফুলবাড়ি সুপার মার্কেটের পিছনে রবিবার ঘটে এই ঘটনা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ।জিজ্ঞাসাবাদ করা হয় সেই ব্যবসায়ীকে।ধৃত দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ।এরপর ফুলবাড়ি এলাকায় পুলিশের নাকা তল্লাশি শুরু হয়।অবশেষে আটক হওয়া দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে গ্রেফতার হল ঘটনার মূল ষড়যন্ত্রী আরেক দুষ্কৃতী।ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সূত্রে জানাগেছে, ফুলবাড়ী ইমিগ্রেশন সেন্টারে একটি মানি এক্সচেঞ্জের টাকা নিয়ে বাইকে করে ফিরছিলেন এক ব্যবসায়ী।তখনই সুপার মার্কেটের ভিতরে কয়েকজন দুষ্কৃতী ওই ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই দুষ্কৃতী কে জিজ্ঞাসাবাদ করে বাকি আরো দুই দুষ্কৃতী কে এনজেপি থানার পুলিশ খোয়া যাওয়া টাকা সহ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে জিতু পাশওয়ান ও চন্দন গোয়ালা।ধৃত দুই দুষ্কৃতী কে পাঠানো হল জলপাইগুড়ি আদালতে।