শিলিগুড়ি, ২৭ জানুয়ারী: নিউ জলপাইগুড়ি স্টেশন পরিষ্কার করা সহ একাধিক দাবিতে এডিআরএম এর অফিসে ডেপুটেশন দিল আইএনটিটিইউসি।
নোংরা আবর্জনায় ভরছে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন।সেই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ নিউ জলপাইগুড়ি স্টেশন এর জঙ্গল সাফাই এর কাজ।জানা গিয়েছে,নিউ জলপাইগুড়ি স্টেশনে অল সার্ভিস অফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের হয়ে ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত ১৭২জন সাফাই কর্মী নিয়মিত সাফাইয়ের কাজ করে আসছিলেন। কিন্তু চুক্তি শেষ হয়ে যায় নভেম্বর মাসে।তারপর এক মাস চুক্তির ভিত্তিতে তারা কাজ করেন। কিন্তু ১৫ জানুয়ারি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন এর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ পুরোপুরি বন্ধ থাকায় বিপাকে পড়েছে ১৭২ জন কর্মী।পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশন নোংরা আবর্জনায় ভরেছে।আর এই সমস্যা সমাধানের দাবিতে নিউ জলপাইগুড়ি এডিআরএম অফিসে ডেপুটেশন দিল আইএনটিটিইউসি।
তাদের দাবি অতি দ্রুত স্টেশন এলাকার জঙ্গল সাফাই এবং স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজে নিয়োগ করা হোক ১৭২ জন কর্মীকে।করা হোক নতুন টেন্ডার। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছে প্রায় ২০০ পরিবার।সেদিকে তাকিয়েই বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মিছিল করে এডিআরএম অফিসে আসেন আইএনটিটিইউসি কর্মী সমর্থকরা।অতি দ্রুত তাদের কাজে নিয়োগ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।