জলপাইগুড়ি , ২০ জানুয়ারী : রেল গেট বন্ধ করে নতুন গেট টেস্ট করার ফলে ট্রাফিক জ্যামে নাজেহাল নিত্য যাত্রীরা ।রবিবার রাতে জলপাইগুড়ি তিন নং ঘুমটিতে রেলের কর্মী আধিকারিকরা আর পি এফকে নিয়ে নতুন ইলেকট্রিক গেট পরীক্ষা করছিলেন।এতদিন এখানে ম্যানোয়ালি গেট বন্ধ হতো l এখন যন্ত্রের সাহায্যে গেট খোলা ও বন্ধ হবে তাই এই টেস্টিং চলছে বলে রেল সূত্রে খবর।অনেক সময় ধরে ট্রেন আসা যাওয়া না করেও রেল গেট বন্ধ করে কাজ করানোয় সাধারণ মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন l তারা দারুন অসুবিধার সম্মুখীন হয়েছেন।