জলপাইগুড়ি , ৬ অগাস্ট : জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সবজির দাম রীতিমতো আগুন। প্রতি কেজি কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। এছাড়া বিভিন্ন সবজির দাম বেশি হওয়ার কারণে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।
ক্রেতাদের অভিযোগ , গত কয়েক সপ্তাহের মধ্যে দুই থেকে তিন গুন বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের সবজি।জলপাইগুড়ির বিভিন্ন বাজারে পটল , বেগুন, ঝিঙ্গা ,করলা , টমেটো সহ বিভিন্ন রকমের সবজির দাম রীতিমতো আকাশছোঁয়া। আশি থেকে একশো টাকার নিচে কোনও সবজিই মিলছে না। স্কোয়াশের দামও বেড়ে হয়েছে প্রতি কেজি ৫০ টাকা।
সবজির দাম আচমকা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বাজার করতে আসা সাধারণ মানুষ। গত কয়েকদিনে সমস্ত রকম সবজির দামই দুই থেকে তিনগুন বেশি হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।
অন্যদিকে ব্যবসায়ীরা জানান , বাজারে এখন সবজির আমদানি কম রয়েছে। এজন্য দাম কিছুটা বেড়েছে। ব্যবসায়ীদের দাবি , বর্ষায় জমিতে জল জমে যাওয়ায় অনেক ফসল নষ্ট হয়ে গিয়েছে। তাই বাজারে এখন সবজির আমদানি অনেক কম রয়েছে। আমদানি কমে যাওয়ায় সবজির দাম এখন অনেকটাই বেশি। আপাতত মাস দেড়েক সবজির দাম কমার কোনও সম্ভাবনা নেই বলে জানান সবজি ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সবজির দাম ছিল কাঁচালঙ্কা প্রতি কেজি ২০০ টাকা ,পটল ৮০-১০০ টাকা ,মুলা ১০০ টাকা , স্কোয়াশ ৫০-৬০ টাকা , বেগুন ৮০-১০০ টাকা টম্যাটো ৮০-১০০ টাকা ,ঝিঙ্গা ৬০-৮০ টাকা ,কাকরোল ৮০-১০০ টাকা কেজি।