কোচবিহার, ৭ জানুয়ারী: পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়াল কোচবিহারের ১ নং ওয়ার্ডে। সামনেই পুরসভা ভোট। আর ভোটের প্রাক মুহূর্তে পোস্টার ছেড়া নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, বিজেপির দলীয় নেত্রী সঞ্চিতা সাহা রায় নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছিলেন। আজ সকালে দেখা যায় সেই পোস্টারগুলি ছেঁড়া হয়েছে। কিছু পোস্টারকে ছিঁড়ে ড্রেনে ও কর্লভার্ট এর নীচেও ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনা সামনে আসতেই ১ নং ওয়ার্ডে আসেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন সরকার।
তিনি অভিযোগ করে জানান, “এটা তৃণমূল কংগ্রেসের নোংরা রাজনীতি। সামনেই পুরসভা নির্বাচন, তাই তৃণমূল কংগ্রেস এখন থেকেই বিজেপিকে ভয় পেয়ে এইসব করছে। তৃণমূল চাইছে এই সমস্ত কিছু করে শাসক দল তৃণমূল এইএলাকায় তাদের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই রকম নোংরা রাজনীতি করে না। তারা বিশ্বাস করে প্রতিটি দলের আলাদা আলাদা নীতি আদর্শ রয়েছে।” নিখিল বাবু আরও বলেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। একজন মহিলা নেত্রীর পোস্টার যেভাবে ছেঁড়া হল সেটা নিন্দনীয়।”
অন্যদিকে, এই ঘটনায় যুব তৃণমূল নেতা রাকেশ চৌধুরী জানিয়েছেন যে এই পোস্টার ছেঁড়ার ঘটনায় তৃণমূল কোনভাবেই জড়িত নয়। এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীকোন্দল। রাকেশ চৌধুরী বলেন, “কিছুদিন আগেই সঞ্চিতা দেবী তার সামাজিক মাধ্যমে পদত্যাগের দাবি করেছিলেন। তাই সেই নেত্রীর পোস্টার নিজের দলের লোকই ছিঁড়েছে এটা কার্যত পরিষ্কার। এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়। তৃণমূল কংগ্রেস এই রকম রাজনীতিতে বিশ্বাস করে না।”
রাকেশ বাবু জানান, তবুও তিনি চাইছেন ঘটনার পূর্ণ তদন্ত হোক। যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের নাম সামনে আসুক এবং এইরকম কাজ করার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।