- ফের শিলিগুড়ির বিধান মার্কেটে প্লাস্টিক ক্যারিব্যাগ ধরতে অভিযান
- পুরসভার সঙ্গে সামিল পরিবেশপ্রেমীরাও
- ক্রেতা-বিক্রেতাদের প্রশ্ন, প্লাস্টিক ক্যারিব্যাগের কারখানা বন্ধ হচ্ছে না কেন
খবর সময়, শিলিগুড়ি:
শিলিগুড়িতে ফের প্লাস্টিক ক্যারিব্যাগ রুখতে অভিযানে নামল পুরসভা| সোমবার বিধান মার্কেটে ওই অভিযানে নেমে কয়েকজনকে জরিমানা করা হয়| বেশ কিছু পরিমাণ প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়|
এদিন ব্যবসায়ীদের সঙ্গে বচসায় জড়ান পুরকর্মীরাও।অনেকেই প্রশ্ন করছেন, কেন প্লাস্টিক ক্যারিব্যাগ তৈরির কারখানা বন্ধ করা হচ্ছে না ?
যদিও পরিবেশপ্রেমীরা বলছেন , নিজেরাই প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না করলেই সমাধান হয়ে যাবে।তবে শিলিগুড়িতে এই প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করানো সময় সাপেক্ষ বলে দাবি অনেকেরই। যদিও হাল ছাড়তে নারাজ পুরসভা। পুরকর্মীরা নিয়মিত অভিযান চালাবেন বলে জানিয়েছেন আধিকারিকেরা।