আলিপুরদুয়ার , ৪ ফেব্রুয়ারী : ‘ নদী বাঁচলে জীবন বাঁচবে ,প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতিকে বাঁচিয়ে চলতে হবে মানব জাতিকে ‘ নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন এর ব্যানারে এগারো জন সাইকেল আরোহী অসম বাংলা সীমানার সংকোশ নদী থেকে ফারাক্কা পর্যন্ত তাদের পূর্ব নির্ধারিত যাত্রা শুরু করতে সংকোশ নদীর তীরে জামায়েত হয় l মঙ্গলবার যখন তারা এই মানব কল্যাণকর বার্তা নিয়ে যাত্রা শুরু করবে ঠিক সেই সময় কিছু অজ্ঞাত পরিচয় যুবক লাঠি বাঁশ ইত্যাদি নিয়ে তাদের আক্রমণ করে l তাদের একজনের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নদীর জলে ফেলে দেয় l তাদের শারীরিক ভাবে নিগৃহীত করে l যারা আক্রমণ করে তারা নদীর থেকে বালি ,পাথর তুলে বিক্রি করার কাজে যুক্ত বলে জানা গেছে । পরবর্তীতে অবশ্য পুলিশের সহয়তায় তারা নিজের কর্মসূচি শুরু করে l