আলিপুরদুয়ার, ৩১ ডিসেম্বর: আলিপুরদুয়ার ফ্লাইওভারের নীচে ভয়ানক অগ্নিকান্ড। ঘটনায় অগ্নিদগ্ধ হল একজন। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ আলিপুরদুয়ার রেল আসাম গেট এলাকায় ফ্লাইওভার নীচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার মূল কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বলা হচ্ছে যে, বেশ কিছুদিন যাবৎ আলিপুরদুয়ারের এই ফ্লাইওভারের নীচে অবৈধভাবে বেশ কয়েকটি দোকান গজিয়ে উঠেছে। সেই দোকানগুলোতে কোনপ্রকার দাহ্য বস্তু ছিল। সেগুলিতে কোনভাবে আগুন লেগে যাওয়ায় এই ঘটনাটি ঘটে। আগুন নেভাতে ছুটে আসেন স্থানীয়রা। আগুন নেভাতে এসে তারা দেখেন সেই আগুনে পুড়ছেন একজন জীবন্ত মানুষ। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় আলিপুরদুয়ার দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টা চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু অগ্নিদগ্ধ ব্যক্তিটিকে প্রাণে বাঁচান সম্ভব হয়নি। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন আলিপুরদুয়ার পুর প্রশাসক প্রশেনজিৎ কর প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। কি কারণে আগুন লেগেছিল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী।