শিলিগুড়ি, ১৫ জানুয়ারী: সোনা পাচারের ছক বানচাল। শিলিগুড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তর এর আধিকারিকদের হাতে গ্রেপ্তার ১। সূত্রের খবরের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা গতকাল রাতে অসমের গোহাটি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসা ট্রেনে অভিযান চালায়। অভিযানে সোনা উদ্ধারের পাশাপাশি দীপঙ্কর তালুকদার নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা। ধৃতের বাড়ি ডাবগ্রাম ৩৬ নম্বর ওয়ার্ডে।
জানা গিয়েছে, ধৃত দীপঙ্কর তালুকদার ৬ পিস সোনার বিস্কুট মনিপুর ইন্দোমায়ানমার বর্ডারে থেকে অসমের গৌহাটি হয়ে বর্ধমানে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। জুতার নীচে গোপন চেম্বার করে এই সোনার বিস্কুটগুলি পাচার করছিল ধৃত সেই ব্যক্তি। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ৯৯৬ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য ৪৮ লক্ষ ৮৯ হাজার ৮৬৪ টাকা। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তর আধিকারিকেরা। ঘটনার সাথে আরও কারা যুক্ত রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ।