মালদা , ১২ মে : মালদা মেডিকেল কলেজের নার্সদের উদ্যোগে বিশ্ব নার্সিং দিবস পালিত হল । বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজের নার্সদের অফিসে এই কর্মসূচী পালিত হয় । সেখানে মেডিক্যাল কলেজের কর্মরত নার্সরা উপস্থিত হয়েছিলেন ।
এদিন নার্সিং দিবস পালিত হওয়ার পাশাপাশি করোনার মতো পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় । করোনা পরিস্থিতিতে নার্সরা কিভাবে বিশ্ব জুড়ে কাজ করেছেন সাধারণ রোগীদের জন্য , সে বিষয়টিও তুলে ধরা হয় এই কর্মসূচির মধ্য দিয়ে। এক্ষেত্রে নার্সিং ব্যবস্থাকে আরও উন্নত এবং আধুনিকীকরণের দাবি তোলা হয়েছে এই কর্মসূচির মধ্য দিয়ে।