জলপাইগুড়ি , ১২ মে : আন্তর্জাতিক নার্সেস ডে পালিত হল জলপাইগুড়িতে । ১৮২০ ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম নেয় এক শিশু , পরবর্তীতে যিনি বর্তমান নার্স এই শব্দটির প্রকৃত মুখ বা পাইওনিয়ার হয়ে উঠেছিলেন , যার নাম ফ্লোরেন্স নাইটঙ্গেল ডাক নাম এ লেডি উইথ লাম্প।
প্রতি বছর ১২ মে সারা বিশ্বে এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক নার্সেস দিবস হিসেবে। বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ , নার্সিং ট্রেনিং সন্টার সহ জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয় আন্তর্জাতিক নার্স ডে । এই উপলক্ষে নার্সদের পাইওনিয়ার ফ্লোরেন্স নাইটএঙ্গেলের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা হয় মানবতার প্রতীককে । ওনার দেখানো সেবার পথে নিজেদের নিয়োজিত রাখার শপথ নেন কর্মীরা।
এই প্রসঙ্গে , জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট এর সুপারিনটেনডেন্ট জানান , আজকের দিনে ওনাকে স্মরণ করে ওনার দেখানো পথে তারা যেন আরও ভালো পরিষেবা দিতে পারি তারই প্রার্থনা করছি।