আলিপুরদুয়ার, ২৯ জানুয়ারী: ট্রাফিক নিয়মাবলী নিয়ে জনগণকে সচেতন করল কালচিনি ট্রাফিক পুলিশ। শনিবার কালচিনি এলাকায় কালচিনি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ট্রাফিক নিয়মাবলী নিয়ে সচেতন করা হয় জনগণকে। এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই দিতে হবে বড় অঙ্কের জরিমানা। যেখানে আগে হেলমেটবিহীন বাইক চালকদের ১০০ টাকা দিতে হত, সেখানে এখন দিতে হবে হাজার টাকা। এছাড়া গাড়িতে লাইসেন্স না থাকলে প্রথমবার ৫০০ এবং দ্বিতীয়বার অপরাধের ক্ষেত্রে ১,৫০০ টাকা দিতে হবে। বেশি গতি বা বেপরোয়াভাবে গাড়ি চালালে দিতে হবে ৫ হাজার টাকা। এরপরই শনিবার কালচিনি ট্রাফিক পুলিশের তরফে সাধারণ মানুষকে এবিষয়ে সচেতন করা হয়।
এই বিষয়ে ট্রাফিক ওসি চঞ্চল ঘোষ জানান, “আমরা এদিন মানুষকে সচেতন করছি ও আগামী ১ ফেব্রয়ারী ব্লক জুড়ে মাইকিংও করব। এরপরও যদি কেউ ট্রাফিক আইন অমান্য করে তাহলে তাকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে।”