জলপাইগুড়ি, ১২ নভেম্বর: জলপাইগুড়িতে এবার মেশিনের মাধ্যমে মাপা হচ্ছে গাড়ির গতিবেগ। ৪০ কিলোমিটারের বেশী স্পিডে গাড়ি গেলেই সঙ্গে সঙ্গে জরিমানা নেওয়া হয়। জলপাইগুড়ির মত জনবহুল শহরে এইপ্রকার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী।
শুক্রবার জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের উদ্যোগে জলপাইগুড়ি ব্যস্ততম রাস্তাগুলোর মধ্যে অন্যতম রাস্তা জলপাইগুড়ি পিডাবলুডি রোড সংলগ্ন রাস্তায় স্পিড মিটার দিয়ে গাড়ির গতিবেগ মাপা হয়। এদিন জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ যে সব গাড়ীর গতি বেগ ৪০ কিলোমিটার/প্রতি ঘন্টার ওপর আছে এবং সেই গতিবেগে সে রাস্তার উপর দিয়ে যেসব গাড়ি যাচ্ছে তাদের থেকে জরিমানা নেওয়া হয়। পরবর্তীতে এইভাবে গাড়ি যাতে না চালায় সে বিষয়েও চালকদের সতর্ক করা হয়।