জলপাইগুড়ি : ” দিদিকে বলো ” তে বলেও লাভ হয়নি বলে অভিযোগ।বেহাল রাস্তার ছবি তুলে মেল করা হলেও উওর না আসায় সোমবার পথ অবরোধ করলেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।জলপাইগুড়ি মোহিতনগর ঝাবাড়ি মোড়ে সকাল থেকে পথ অবরোধ করা হয়।
জানা গিয়েছে, মোহিতনগর হাইস্কুলের সামনের রাস্তা থেকে ঝাবাড়ী মোড় হয়ে রাহুত বাগান মোড় পর্যন্ত চাউলহাটি গামী রাস্তার সঙ্গে সংযোজক একটি পাকা রাস্তা বেশ কিছু বছর আগে তৈরী করা হয়।কিন্তু ক্রমেই সেই রাস্তা জরাজীর্ণ হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।অনেক টালবাহানার পর নতুন করে রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও বছরের পর বছর ধরে মাঝের কিছু অংশ আজও তৈরী করা হয়নি।এর ফলে এলাকার মানুষ সমস্যায় সম্মুখীন হচ্ছেন।প্রশাসন তথা মুখ্যমন্ত্রীকে বারবার জানিয়েও এর কোনও সুরাহা হয়নি।এই অবস্থায় গতকাল ২৩ শে নভেম্বর এলাকার মানুষ এক আলোচনা সভায় মিলিত হয়ে হয়ে পথ অবরোধের সিদ্ধান্ত গ্রহণ করেন।সেই সিদ্ধান্ত মেনেই সোমবার সকাল থেকে উক্ত রাস্তা নির্মাণের দাবীতে ঝাবাড়ী মোড়ে অনির্দিষ্টকালের পথ অবরোধ করা হয়।