- মিস ট্রান্স ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জলপাইগুড়ির বধূ অ্যানি
- জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকার বাসিন্দা অ্যানি
- এবার বিশ্ব খেতাবে অংশ নিতে সুইডেনে পাড়ি দেবেন তিনি
খবর সময় ,জলপাইগুড়ি:
মিস ট্রান্স ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আজই পদাতিক ট্রেনে জলপাইগুড়ি রোড স্টেশনে নেমে শ্বশুরবাড়ি ফিরলেন অ্যানি।এবার বিশ্ব সুন্দরীদের আসরে অংশ নিতে সুইডেনে যাবেন তিনি।ঘরের বধূর এই সাফল্যে খুশির হাওয়া অ্যানির পরিবার সহ গোটা জলপাইগুড়ি শহরে।বুধবার দুপুরে তাঁকে বিশেষ ভাবে বরণ করেন পরিবারের সদস্যরা।
বছর কয়েক আগে লিঙ্গ পরিবর্তন করে অনীক থেকে অ্যানি হয়েছিলেন।তার পর জলপাইগুড়ি শহরের বাসিন্দা সাগ্নিক চক্রবর্তীকে বিয়ে করেছিলেন সাত মাস আগে।সেই থেকে জলপাইগুড়ি শহরের বধূ হিসেবে মর্যাদা পাচ্ছেন অ্যানি।সেই অ্যানি রবিবার সন্ধ্যায় মিস ট্রান্স ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।এবার তৃতীয় লিঙ্গের বিশ্ব সুন্দরীদের মুকুট মাথায় পরার স্বপ্নে বিভোর জলপাইগুড়ি শহরের নয়াবস্তী এলাকার বাসিন্দা অ্যানি।ইতিমধ্যেই অ্যানির এই সাফল্যের খবর ছড়িয়ে পড়েছে গোটা শহরে।
২০১৬ সালে কলকাতায় বর্ষ শেষের এক নাইট পার্টিতে জলপাইগুড়ির নয়াবস্তী এলাকার বাসিন্দা সাগ্নিক চক্রবর্তীর সাথে পরিচয় হয়েছিল বালুরঘাটের চকভৃগু এলাকার বাসিন্দা অ্যানির।সাগ্নিক তখন কলকাতায় পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন।ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়।অ্যানিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেন সাগ্নিক।শেষে দুই পরিবারের সম্মতিতে গত অক্টোবর মাসে জলপাইগুড়িতে একটি ভবনে বেশ ঘটা করে বিয়ে হয় তাঁদের। সাগ্নিক এখন ময়নাগুড়িতে শিক্ষকতা করছেন।অ্যানি নিজেও শিক্ষকতা করেন।নতুন জীবনে প্রবেশ করে স্বামীর সংসার আর স্কুল সামলাতেই কেটে গেছে ছয় মাস।তাই মডেলিং থেকে এতদিন কিছুটা দূরেই ছিলেন অ্যানি।
সম্প্রতি দিল্লী থেকে এলিনা প্রেজেন্টস মিস ট্রান্স ইন্ডিয়া ২০১৯ প্রতিযোগিতার ডাক পেয়ে অ্যানি তাতে অংশ নেন।দীর্ঘদিন পর র্যাম্পে নেমেও সকলের নজর কেড়ে নেন জলপাইগুড়ি শহরের এই নববধূ।তৃতীয় লিঙ্গের জাতীয় সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন অ্যানি।