মালদা : এলাকায় বেআইনি মদের ঠেক, জুয়া, সাট্টার আসর ঠেকাতে মিছিল ও সচেতনতামূলক প্রচারে নামল মিল্কি ফাঁড়ির পুলিশ।শনিবার সকালে ইংরেজবাজার থানার অন্তর্গত মিল্কি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির পদস্থকর্তা এবং কর্মীরা একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেন।এইসব বেআইনি কাজ চললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
গত লক্ষী পূজার দিন মিল্কি পুলিশ ফাঁড়ির অফিসারেরা নিয়ামতপুর এলাকায় জুয়া খেলার অভিযোগে এক গ্রামবাসীকে গ্রেপ্তার করে।পরে ধৃত ব্যক্তির মিল্কি ফাঁড়িতে রহস্যজনক মৃত্যু হলে, গ্রামবাসীরা মিল্কি পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ।এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় তার জন্যই এই ধরনের সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে মিল্কি ফাঁড়ির পুলিশ বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দিনের পর দিন বাড়ছে মদ, জুয়া, সাট্টা সহ একাধিক বেআইনি কাজ।সেইসঙ্গে এলাকায় বাড়ছে চুরি, ছিনতাই।প্রতিদিন এই নিয়ে ফাঁড়িতে অভিযোগ জানান ও একাধিকবার অভিযান চালানো হয়।তবে এদিন পুলিশ এবিষয়ে ভালো উদ্যোগ নিয়েছে।
মিল্কী ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, নেশা মুক্ত সমাজ গড়তে এলাকার মানুষ, শিক্ষক, ছাত্রদের নিয়ে ব্যানার প্লাকার্ড হাতে মিছিল করা হয়েছে। তবে অপরাধ দমনে পুলিশের অভিযান চলবে।