শিলিগুড়ি , ৮ এপ্রিল : লকডাউনে যাতে খাবারের অভাব না হয় এবং কেউ যাতে কোনওভাবেই কালোবাজারী না করতে পারে তার জন্য বুধবার মার্চেন্ট আসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।এদিন পূর্ত দপ্তরের বাংলোতে তিনি বৈঠক করেন।বৈঠক শেষে মন্ত্রী গৌতম দেব জানালেন, সারা উত্তরবঙ্গে পর্যাপ্ত খাওয়ার যাতে পৌঁছে যায় তা নিয়েই আলোচনা করা হল।খাবারের কালোবাজারী যাতে কেউ করতে না পারে তারজন্য মার্চেন্ট আসোসিয়েশনকে নজর রাখতে বলেন।
পাশাপাশি তিনি জানান সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্যানিটাইজেশন এর মাধ্যমে এই কাজ করা হবে।মন্ত্রী বলেন লকডাউন চলাকালীন লোকেদের কাছে বাজারের জিনিসপত্রের মূল্য একটি নির্দিষ্ট দামের মধ্যেই পৌঁছোবে।