আলিপুরদুয়ার ,১১মে : জনগণের ঘরে ঘরে বিনামূল্যে ওষুধ পৌঁছে দেবার পরিধি বৃদ্ধি করল শিলিগুড়ি তরাই ডুয়ার্স ডেভলপমেণ্ট অথরিটি চেয়ারম্যান এবং আলিপুরদুয়ার জেলাপরিষদের মেণ্টর মোহন শর্মা । উল্লেখ্য লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ রুজিরোজগার হারিয়ে এখন অনেকে ঘরে বেকার হয়ে বসে আছেন । অনেকের খাদ্যসামগ্ৰী ক্রয় করার অর্থ নেই । তারা ওষুধ ক্রয় করবে কোথা থেকে এই সমস্ত মানুষের কথা চিন্তা ভাবনা করে গত ২০ এপ্রিল থেকে কালচিনি ব্লকের চা বলয়ে বাসিন্দাদের ঘরে ঘরে ওষুধ পৌঁছে দেবার ব্যবস্থা করেছেন মোহন বাবু ।
গত ২০ এপ্রিল থেকে ২ মে অবধি আলিপুরদুয়ার জেলার চা বলয় ও বনবস্তি এলাকার ৩৭৪২ জনের ঘরে ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মোহন বাবু । তিনি জানান জনগণের আবেদনে আমরা এর পরিধি বৃদ্ধি করলাম । এখন সব এলাকার চা বলয় বনবস্তি, গ্ৰাম ,শহর সব এলাকার মানুষের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে ।