শিলিগুড়ি, ২ নভেম্বর : অভিযান চালিয়ে দেশি মদ উদ্ধার করল ভক্তিনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ২১ বোতল মদ উদ্ধার হয়েছে। এই মামলায় পুলিশ শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকা থেকে তপন রায়কে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মদ বিক্রি করছিল। অভিযুক্তকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তার তদন্ত চালাচ্ছে পুলিশ।