শিলিগুড়ি, ২২জানুয়ারী: শনিবার সকালে শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী ইন্দ্রজিৎ চন্দ এর হয়ে প্রচারে নামলেন প্রাক্তন বাম মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। তিনি পুর নির্বাচনে এবারও প্রার্থী হয়েছেন। আর ওই ওয়ার্ডের থেকে বিজেপি প্রার্থী হয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। গত পুর নির্বাচনে ওই ওয়ার্ড থেকেই তিনি বাম প্রার্থী হিসেবে জিতে মেয়র পারিষদ হয়েছিলেন। কিন্তু এবার পরিস্থিতি একদমই আলাদা। ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনীতে প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেস তো বটেই, অশোক ভট্টাচার্যকে বিশেষ করে দেখা গেল শঙ্কর ঘোষের বিরুদ্ধে প্রচার করতে। ওই ওয়ার্ডে শঙ্কর ঘোষের বিরুদ্ধে তারই বন্ধু ইন্দ্রজিৎ চন্দকে প্রার্থী করেছে সিপিএম। ফলে এবারের পুর নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডের ভোটের ফলের দিকেও তাকিয়ে শিলিগুড়িবাসী।