শিলিগুড়ি, ২২ জানুয়ারী: অপহরণ হওয়া মধ্যবয়সী এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সাথে যুক্ত মধ্যবয়সী এক ব্যক্তিকারীকে গ্রেপ্তার করল পুলিশ। শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের মিলনগড় গ্রামে গতকাল সন্ধ্যায় একদল দুষ্কৃতী এসে মোহাম্মদ কাসিম নামে এক ব্যক্তিকে অপহরণ করে বলে অভিযোগ ওঠে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয়েছে গ্রামে। অপহরণ হওয়া ব্যক্তির স্ত্রী গতকাল রাতে ফাঁসিদেওয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ মোতাবেক ফাঁসিদেওয়া থানা পুলিশ তদন্তে শুরু করে অবশেষে বড় সাফল্য পায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। গভীর রাতে চোপড়া ব্লকের মদন ভিটা গ্রাম থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সেই ব্যক্তি কয়েকজন যুবককে নিয়ে মোহাম্মদ কাসিমকে অপহরণ করেছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে এবং অপহরণকারীদের গ্রেপ্তার করে ফাঁসিদেওয়া থানা পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ কাশিমোউদ্দিন(৩৯)। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।