উত্তর দিনাজপুর, ৮ ফেরুয়ারী: পুর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। একদিকে তিনি উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি এবং অন্যদিকে তিনি নিজেও পুর নির্বাচনে প্রার্থী। এদিন ইসলামপুর পুরসভার ১৭ টি ওয়ার্ডের প্রার্থীদেরকে নিয়ে ইসলামপুর বাস টার্মিনাস থেকে একটি মিছিল বের করেন। এই মিছিলে ইসলামপুর পুরসভার তৃণমূল প্রার্থীদের নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন এবং তিনি সমস্ত ওয়ার্ডেই জয়ী হওয়ার আশ্বাস দেন।