জলপাইগুড়ি, ২ জানুয়ারী: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জাঁকিয়ে শীত পড়তে চলেছে জলপাইগুড়িতে। কুয়াশার চাদরে মুড়েছে গোটা শহর জলপাইগুড়ি। বইছে ঠান্ডা হাওয়া। চায়ের দোকানেও লক্ষ্য করা গেছে ভীড়। ঠান্ডায় কাবু উত্তরবঙ্গের সাথে জলপাইগুড়ি জেলার বাসিন্দারা। গত কয়েকদিন থেকে ১০-১৪ ডিগ্রীর মধ্যে ঘোরাঘুরি করছে তাপমাত্রা। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় কাবু হয়েছে বাসিন্দারা। দিনের বেলা কুয়াশার দেখা না মিললেও রাতে শহর ঢাকছে কুয়াশায়। ঠান্ডার হাত থেকে রেহাই পেতে এদিন অনেককেই দেখা গেছে আগুন তাপাতে।