জলপাইগুড়ি , ১৩ ডিসেম্বর : ভাল্লুক আতঙ্ক কাটিয়ে প্রায় দেড় কোটি টাকা লাভের মুখ দেখল জলপাইগুড়ি জেলা বই মেলা । ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পযর্ন্ত জলপাইগুড়ি জেলা বইমেলার আয়োজন করা হয়েছিল শহর জলপাইগুড়িতে । জলপাইগুড়ি FDI বিদ্যালয়ের খেলার মাঠে এই বইমেলার প্রথম দিনেই ভাল্লুক আতঙ্কের কারণে মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল । এরপর দিন থেকেই আতঙ্ক কাটিয়ে জলপাইগুড়ি জেলা বইমেলায় অসংখ্য মানুষের ভিড় হয়েছিল ।
বিভিন্ন বই এর স্টলগুলোতে পাঠকরা তাদের পছন্দের সব ধরনের বই এর সম্ভার পেয়ে খুশি হয়েছিল । শুধু বই মেলাতে এসে বই দেখেই পেয়ে তারা ফিরে যায়নি কিনেছে বইও। তাই বিক্রি এই বার রেকর্ড হয়েছে বলে বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক অঞ্জন দাস জানিয়েছেন । তিনি বলেন করোনার পর জলপাইগুড়িবাসী সেভাবে তাদের পছন্দের সব রকম বই কেনার জায়গা খুঁজে পাচ্ছিলেন না । তাই এখানে এসে পছন্দের বই পেয়েছে । ফলে বিক্রি খুবই ভাল হয়েছে বলে তিনি জানিয়েছেন ।