জলপাইগুড়ি : জলপাইগুড়ি এটিএম লুঠ কান্ডে বিহার থেকে গ্রেপ্তার ১।গত ৯ই ডিসেম্বর জলপাইগুড়ি শহরের বেগুনটারি মোড় এর স্টেট ব্যাংকের এটিএম এ লুট হয়।এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের মধ্যে একজনকে বিহার থেকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।জানা গেছে, ধৃত ব্যক্তির নাম মনোজ কুমার পাশোয়ান।সে বিহার এর মাধেপুরার বাসিন্দা।শহরের প্রাণকেন্দ্র বেগুনটারি মোড়ের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রায় লক্ষাধিক টাকা লুঠ করার পর থেকেই পুলিশের তদন্ত শুরু হয়।অভিযুক্তকে আজ জলপাইগুড়ি আদালতে তুলে পুলিশ হেফাজত চাইবে বলে জানান জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ।