আলিপুরদুয়ার, ৩১ অক্টোবর: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে আজ সকালে আলিপুরদুয়ার ডিভিশনের DRM অফিসে তাঁর ছবিতে মাল্যদান করেন DRM দিলীপ কুমার সিং সহ অন্যান্য আধিকারিক এবং কর্মীবৃন্দ। এদিন মাল্যদানের পর সকলকে একতার শপথ বাক্য পাঠ করান হয়। এরপর DRM অফিস থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত এক বিশাল র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে সকল আধিকারিক, কর্মী, স্কাউট গাইডের সদস্য, RPF, ZRTI-এর ছাত্রীরা অংশগ্রহণ করেন।