- বিয়ে আটকালো ব্লক প্রশাসন ও চাইল্ড লাইন
- ১৮ বছর না হলে বিয়ে হবে না
ইসলামপুর , ০২ আগস্ট: গোপন সুত্রের খবরের ভিত্তিতে নাবালিকার বিয়ে হবার আগেই বিয়ে আটকালো ব্লক প্রশাসন ও চাইল্ড লাইন।শক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার চাইল্ড লাইন ও কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে কালিয়াগঞ্জ থানার পুলিশকে সাথে নিয়ে কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধিন লক্ষ্মীপুরের ডাঙ্গিপাড়া এলাকায় অবস্থিত নাবালিকার বাড়িতে যায়।সেখানে গিয়ে নাবালিকার পরিবারের লোকেদের সাথে কথা বলে, নাবালিকার বাবা না থাকায় তার মা ও তার পরিবারের লোকেদের সাথে কথা বলে।
জানা যায় স্থানীয় উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়াশুনা করতো।এদিন ব্লক প্রশাসন, চাইল্ড লাইন ও পুলিশ প্রশাসন পরিবারের লোকেদের বোঝান নাবালিকা বিয়ে দিলে কি ক্ষতি হতে পারে।আর নাবালিকার বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ এবং পরিবারের লোকদের বোঝান দুস্থ্য পরিবারের লোকেদের মেয়েদের পড়াশুনা থেকে শুরু করে বিয়ের জন্য কন্যাশ্রী,রুপশ্রী প্রকল্প চালু করেছে।নাবালিকার পরিবারের লোকেরা বুঝতে পারে এবং মুচলেকা প্রদান করে যে তারা তাদের মেয়ের ১৮ বছর না হলে বিয়ে দিবে না।এদিনে প্রতিনিধি দলে ছিলেন চাইল্ড লাইনের সদস্য বিপুল দাস, ব্লক প্রশাসনের পক্ষ্যে পল্লব বিকাশ মজুমদার, কালিয়াগঞ্জ নিরেশ সরকার এবং স্থানীয় মেম্বারের প্রতিনিধি সঞ্জিত বর্মন।