শিলিগুড়ি , ১১ মার্চ : চলতি সময়ে পরিবেশ দূষণ এক বড় সমস্যা । সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে শহর জুড়ে বেড়েই চলেছে যানবাহনের সংখ্যা । ফলে বাড়ছে শব্দ দূষনের সমস্যা । বিশেষ করে চলতি সময়ে দেখা যায় যুবকরা বাইকে নানারকম মডিফিকেশন করে বাইকে বিকট শব্দ উৎপন্ন করা সাইলেন্সার ব্যবহার করে । যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় পথচলতি মানুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিক ও অসুস্থ মানুষদের ।
লাগামহীন বাইক চালকদের জব্দ করতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে উদ্যোগ । যেখানে ট্রাফিক বিভাগের পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে একটি নম্বর । যেই নম্বরের মাধ্যমে নাগরিকরা জানাতে পারবেন তাদের অভিযোগ । নম্বরটি হল ৯০৯১৯২৯৪৯৯ ।