উত্তর দিনাজপুর, ৮ ফেব্রুয়ারী: চাপের মুখে প্রার্থী বদল শাসক দল তৃনমূলের। সোমবার উত্তর দিনাজপুরের ডালখোলা, কালিয়াগঞ্জ এবং ইসলামপুর পুরসভার মোট ৮টি ওয়ার্ডে প্রার্থী বদল ঘটাল ঘাসফুল। এদিন রাতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে ডালখোলা পুরসভার তিনটি ওয়ার্ড ১, ৮ ও ১০, ইসলামপুরের দুটি ওয়ার্ড ১ ও ১৫ এবং কালিয়াগঞ্জের ৪, ৮ এবং ১৭ এই তিনটি ওয়ার্ডে প্রার্থী বদলের কথা ঘোষনা করেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।তৃনমুলের অফিসিয়াল ফেসবুক পেজের দেওয়া তথ্য অনুযায়ী, ডালখোলা পুরসভায় ১নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন জিল্লুর রহমান। তার বদলে প্রার্থী করা হয় আলি হোসেইন। ৮নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন রাকেশ সরকার, তাকে ১০নং ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে এবং ৮নং ওয়ার্ডে প্রার্থী করা হয়ছে স্বদেশ চন্দ্র সরকারকে। ১০নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন তাতন বারই।ইসলামপুর পুরসভায়১নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন কৃষ্ণা ঘোষ দত্তর বদলে প্রার্থী বানান হয় সঞ্জয় দত্তকে। ১৫নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন দ্বিজেন পোদ্দার, তার জায়গায় প্রার্থী হন অর্পিতা পোদ্দার দত্ত। কালিয়াগঞ্জ পুরসভায় ৪নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন মনোজ সরকার, তার বদলে প্রার্থী হন সুব্রত শর। ৮নং ওয়ার্ডে প্রার্থী ছিলেন কমল ঘোষ, তার বদলে প্রার্থী হলেন পরিতোষ সরকার। ১৭নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন রাজেশ গুপ্তার বদলে প্রার্থী হন বসন্ত রায়।