জলপাইগুড়ি , ১৭ অক্টোবর : পুরসভা এলাকায় ঘুরে ঘুরে মাছ বিক্রেতাদের সাইকেল বিতরণ জলপাইগুড়িতে । পুরসভা এলাকার বাসিন্দা এমন ৫ জন মৎস্যজীবীকে সাইকেল সহ তাপ নিরোধক স্বাস্থ্য সম্মত বাক্স বিতরণ করা হল।জলপাইগুড়ি পুরসভা প্রাঙ্গনে হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসনিক বোর্ড সদস্য নিপু শা , মৎস্য সম্প্রসারণ আধিকারিক সদর ব্লক অঙ্কিত শর্মা সহ অন্যান্যরা।
নিপু শা বলেন , পুরসভা এলাকায় বহু মৎস্যজীবী আছেন যারা পাড়ায় পাড়ায় ঘুরে মাছ বিক্রি করেন ।এই রকম মৎস্যজীবীদের সাহায্য করার জন্যই জেলা মৎস্য দপ্তর এই উদ্যোগ নিয়েছে । মোট ২০ জন মৎস্যজীবীকে সাইকেল এবং ওই বক্স দেওয়া হবে ।তার মধ্যে আজ ৫ জনকে দেওয়া হল।