উত্তরদিনাজপুর , ২৪ জানুয়ারী : মহকুমা শাসকের দপ্তরে সামনে ধর্নায় বসলেন বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক ।
এদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে সামনে চাকুলিয়া ব্লকের বালুগাড়া এলাকার এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবক তার সমস্ত ডকুমেন্টস নিয়ে ধর্ণায় বসেন । তার অভিযোগ প্রশাসনের কাছে বারবার গিয়ে ও কোনো সাহায্য পাননি ।
তাকে দেখে স্থানীয় বাসিন্দারা ভিড় করতে শুরু করেন । ওই যুবক কান্নায় ভেঙে পড়েন । দীর্ঘক্ষন ধরনায় বসে থাকেন । পরবর্তীতে ইসলামপুর জেলা পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে এসে ওই যুবককে বুঝিয়ে থানাতে নিয়ে যান। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । ওই যুবকের দাবি দীর্ঘদিন থেকে সরকারি সহযোগিতা ছাড়াই তার জীবন চলছিল সরকারি বিভিন্ন দপ্তরে তিনি সহযোগিতা চান । চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা ধার নিয়েছিলেন টাকা না দিতে পেরে সরকারি দপ্তরের সামনে ধর্ণায় বসেন । অবশেষে পুলিশের আশ্বাসে ধর্ণা থেকে উঠে থানাতে নিয়ে যায় পুলিশ।