মানবিকতার একটি নজির গড়লো সূর্যসেন মহাবিদ্যালয়।ছাত্রীর চিকিৎসা খরচ যোগাতে আর্থিক সহায়তা করলো ছাত্র সংসদের সদস্যরা।জানা গিয়েছে ছাত্রীর বাবা পেশায় রিক্সাচালাক।বেশ কিছুদিন থেকেই গলব্লাডার স্টোনে ভুগছিল ববি রায় ।ছাত্রীটির চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা ছিল না পরিবারের।শনিবার কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য নগদ ১০,০০০টাকা দিয়ে আর্থিক সহায়তা করা হয়।শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের এমন কর্মকান্ডে স্বস্তিতে প্রথম বর্ষের কলা বিভাগের ছাত্রী ববি রায় এর পরিজনেরা।