জলপাইগুড়ি , ১০ অগাস্ট : মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধে দিচ্ছে না জলপাইগুড়ির বিভিন্ন নার্সিংহোম গুলো। এই অভিযোগ সহ বিভিন্ন দাবি নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা শাখার সদস্যরা।
অভিযোগ, রাজ্যের সমস্ত ক্ষেত্রের মানুষের সুবিধের জন্য স্বাস্থ্য সাথী বিমা প্রকল্পের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ রাজ্যের বিভিন্ন জেলায় এই সুবিধে দেওয়া হলেও একমাত্র জলপাইগুড়ি জেলায় প্রাইভেট নার্সিং হোম গুলোতে এই সুবিধে মিলছে না। এজন্য জলপাইগুড়ি জেলার মানুষদের বেসরকারি চিকিৎসার জন্য শিলিগুড়ির ওপর নির্ভর করে থাকতে হয়।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা শাখা সংগঠনের সভাপতি কুন্তল ভট্টাচার্য বলেন , রাজ্যের মধ্যে একমাত্র জলপাইগুড়ি জেলাতেই বেসরকারি হাসপাতালের সুবিধে থেকে বঞ্চিত হচ্ছেন স্বাস্থ্য সাথী বিমা প্রকল্পের সুবিধে প্রাপ্ত মানুষেরা। বিষয়টি নিয়ে এদিন জলপাইগুড়ির জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা।